ডেস্ক রিপোর্ট :পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) বিকেলে বন্দরনগরী চট্টগ্রামে কনসার্টের আয়োজন করা হয়েছে।চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পারফর্ম করবে চট্টগ্রামের জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, সাসটেইন, নাটাই এবং বৃষ্টি মির্জা।
আরও পড়ুন : কুলাউড়ায় রেললাইনে বন্যার পানি
চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি ওমর ফারুক এর সত্যতা নিশ্চিত করের জানান, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসবমুখর আয়োজন থাকছে বন্দরনগরী চট্টগ্রামেও। উদ্বোধনের দিন বিকেলে জিমনেসিয়াম মাঠে কনসার্ট অনুষ্ঠিত হবে জেলা প্রশাসনের আয়োজনে।
এতে চট্টগ্রামের তিনটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে একই জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা ৭টায় বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে।