খুলনা মহানগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং জেলার রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নকে রেডজোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ জুন থেকে এসব স্থানে লকডাউন কার্যকর হবে।
সোমবার (২২জুন) দুপুরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত খুলনা জেলা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
কয়েকদিন আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক লকডাউন করতে খুলনার ১৪টি পয়েন্টকে ‘রেড জোন’ হিসাবে চিহ্নিত করার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে সুপারিশ করে চিঠি দিয়েছিলেন খুলনার সিভিল সার্জন।
জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, জোন ভিত্তিক লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি থেকে উত্তোরণের পরিকল্পনা করা করে রেড জনের তালিকা করা হয়। পরিস্থিতি বিবেচনায় যেকোন স্থান যে কোন সময় লকডাউন করতে পারবে প্রশাসন।