খুলনায় স্বাস্থ্যবিধি না মেনে বাজারে আড্ডা : নিষেধ করায় পুলিশের উপর ডিম নিক্ষেপ

করোনাভাইরাস সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় খুলনা জেলা প্রশাসনের দেওয়া বিধি নিষেধ উপেক্ষা করে মহানগরীর ফুলবাড়ীগেট বাজারে চায়ের দোকানে রীতিমত চলছিল আড্ডা। আড্ডা বন্ধ করে দেওয়ায় সংগঠিত হয়ে বখাটেরা পুলিশের উপর চড়াও হয়ে ডিম নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উদ্ভুত পরিস্থিতি বিরাজ করলে পুলিশের উর্ধতন কমকর্তাদের সাথে বাজারের বনিক সমিতির সমঝোতা বৈঠক হয়। পরে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানবাদে সকল দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ীগেট বাজারের রেললাইনের পাশে ফারুক সরদারের চায়ের দোকানে বেবী টেক্সী ইউনিয়নের নেতা রওশন দলবল নিয়ে আড্ডা দিচ্ছিল। খবর পেয়ে ফুলবাড়ীগেট পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বিধান চন্দ্র সানা সঙ্গীয় ফোঁস নিয়ে চায়ের দোকান থেকে তাদেরকে বের করে দেয়। এ সময় রওশন, ফারুক, পাশের ভাঙ্গারীর দোকানদারের সাথে কথা কাটাকাটি হয়। পরবর্তিতে তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে এস আই বিধানের উপর চড়াও হয়ে ডিম নিক্ষেপ করে। উত্তেজনা বৃদ্ধি পেলে এসআই বিধান তাৎক্ষনিক বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেন। ঘটনার পরই দৌলতপুর জোনের এসি সহকারী পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি নিয়ে বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর অফিসে তারা বৈঠক করেন। দেশের এই ক্রান্তিকালে সামনের সারিতে থেকে যারা কাজ করছে তাদের সাথে এমন আচারণ করার জন্য বাজার বনিক সমিতি সভাপতি দুখ প্রকাশ করেন। একই সাথে ঘটনার সাথে জড়িতরা অন্যায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরবর্তিতে এমন ঘটনা আরো ঘটবে না বলে আশ্বস্থ করেন।

এ ব্যাপারে এসআই বিধান চন্দ্র সানা বলেন, রেললাইনের পাশে ফারুকের চায়ের দোকানে বেবী টেক্রাী ইউনিয়নের নেতা রওশন ১০/১৫জন নিয়ে আড্ডা দিচ্ছিল। তাদেরকে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে আমার উপর ডিম নিক্ষেপ করে। তারা সংগঠিত হয়ে বাজারের মধ্যে অকথ্য ভাষায় গালীগালাজ করে, বিষয়টি আমি আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি।

তিনি বলেন, ফুলবাড়ীগেট বাজারের উপর যেহেতু পুলিশ ফাঁড়ী সেহেতু সরকারি নির্দেশনা সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধির নির্দেশনা বাস্তবায়নে আমাদের দায়িত্ব একটু বেশি। দেশের এই ক্রান্তিকালে পরিবার পরিজন ফেলে করোনাভাইরাস মহামারি থেকে দেশের মানুষকে সচেতন করতে রক্ষা করতে জীবনের ঝুঁকি নিয়ে রাত-দিন কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের জীবন রক্ষায় তাদের স্বার্থে আমরা নিজেদের জীবনবাজী রেখে যেখানে কাজ করে যাচ্ছি। সেখানে এমন ঘটনা খুবই দ:খজনক।

এ ব্যাপারে ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলী বলেন, ফুলবাড়ীগেট বাজারে সরকারি স্বাস্থ্যবিধি ও জেলা প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ ও প্রশাসনের পাশাপাশি বনিক সমিতি কঠোরভাবে বাজার প্রতিনিয়ত মনিটরিং করছে। এর মধ্যে অনাকাংখিত এমন ঘটনা খুবই দ:খজনক। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, মৌসুমী ফলের দোকান ও ফার্মেসি ব্যতীত অন্যান্য দোকানপাট, শপিংমল ও ফুটপাতের দোকান বন্ধ থাকবে। এ সকল দোকান খুললে প্রশাসন ব্যবস্থা নিলে এর কোন দায় বাজার বনিক সমিতি নিবে না।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top