ডেস্ক রিপোর্ট : রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১৮৮ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়।আটক মাদক কারবারির নাম মো. বাতেন ইসলাম (৩৭)। তিনি কুমিল্লা সদরের আবুল হাশেমের ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, বুধবার (২২ জুন) র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকায় কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ বিয়ারসহ অবস্থান করছে।
আরও পড়ুন : ইউক্রেনের শস্য নিয়ে আলোচনা করতে তুরস্কে ব্রিটিশ মন্ত্রী
ওই তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে র্যাব-১ এর দল ক্যান্টনমেন্ট রেলস্টেশনের সামনে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৮৮ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, একটি মোবাইল ফোন এবং নগদ আড়াই হাজার টাকা জব্দ করা হয়। আটক বাতেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।