চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মার্টিভর্তি ট্রাক্টরের চাপায় মিনাল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২১ জুন) সকালে কার্পাসডাঙ্গা বাজারের মুচি বটতলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত মিনাল উপজেলার সদাবরি গ্রামের আফতাব হোসেনের ছেলে।
তিনি কার্পাসডাঙ্গা এলাকায় মিমপেক্স এগ্রোক্যামিকেলস লিমিটেড কোম্পানির ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে মিনাল মোটরসাইকেলে করে তার কর্মস্থলে যাচ্ছিলেন।এ সময় মাটিভর্তি দ্রুতগামী একটি ট্রাক্টর পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন : এবার কুমিল্লায় জমজ শিশুর জন্ম, নাম পদ্মা-সেতু
পরে খবর দেওয়া হলে কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।