বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে আসা চিতাবাঘটি ঢুকে পড়ল বেনাপোলের পুটখালী সীমান্তবর্তী গ্রামে। সোমবার (২০ জুন) দুপুরে বাঘটিকে উদ্ধার করেন শার্শা উপজেলা বন বিভাগের কর্মকর্তারা।
শার্শা উপজেলা বন বিভাগের সহকারী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুরের দিকে চিতাবাঘটি ভারত থেকে বাংলাদেশে লোকালয়ে ঢুকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। পরে স্থানীয়রা বন বিভাগে খবর দিলে বনবিভাগের একটি টিম সেখানে গিয়ে বাঘটিকে কৌশলে ধরে ফেলে। চিতা বাঘটিকে তারা তাদের হেফাজতে নিয়ে যায়।বাঘটি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল ও বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন ভূঁইয়া।
আরও পড়ুুুুুন : ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। চিতা বাঘটি উপজেলা বনবিভাগের হেফাজতে দেওয়া হয়েছে।