ডেস্ক রিপোর্ট : আইনি জটিলতা কাটিয়ে অবশেষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মো. সাদেকুল ইসলাম।জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সোমবার বিকালে তাকে শপথবাক্য পাঠ করান নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।এ ছাড়া এদিন সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল আহসান ওই ইউনিয়নের নির্বাচিত ইউপি সদস্যদের শপথপাঠ করেছেন।
চেয়ারম্যান সাদেকুল ইসলাম বলেন, সত্যের জয় সব সময়ই হয়। ২০২১ সালের ২৯ নভেম্বর এ উপজেলায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ৭টি ইউনিয়নের মধ্যে ৬টি নির্বাচিত চেয়ারম্যানরা আগেই শপথ নিয়েছেন।ওই নির্বাচনে আমাকে বিজয়ী ঘোষণা করা হলেও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর করা মিথ্যা মামলায় দুর্গাপুর ইউনিয়নের নির্বাচনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়।
আরও পড়ুন : বর্ষাকালে ডাকাতির আশঙ্কা রয়েছে, বললেন ডিবি প্রধান
এ নিয়ে নানা জটিলতা শেষে হাইকোর্টের নির্দেশে সত্য উদ্ঘাটন হলো। মহান আল্লাহ্ সব কিছু পেছনে ফেলে আমাকে বিজয় এনে দিয়েছেন। এ বিজয় আমার নয়, দুর্গাপুর ইউনিয়নবাসীর।