খুলনায় করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়ালো

গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ১৩৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮০ জন।

রোববার (২১ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, রোববার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৬ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ২০৯ টি। এর মধ্যে ১৪০ টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৩৪ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ১জন, বাগেরহাটের ২ জন ও গোপালগঞ্জের ২ রয়েছেন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে জানান, রোববার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৯৪৬ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ১৩৪ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১০৮০ জন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top