একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রবীণ সাংবাদিক কামাল লোহানীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। তারা কামাল লোহানীর রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদারা হলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি পংকজ মন্ডল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাফা, সাংবাদিক এস এস সাগর, শেখর ভক্ত, প্রদীপ মন্ডল, তাওহিদুর রহমান বাবু, দেবাশীষ বিশ্বাস, কপিল ঘোষ, পংকজ রায়, সোহেল সুলতান মানু, কামরুজ্জামান ও টিটব বিশ্বাস প্রমুখ।
উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুবার মহাপরিচালকের দায়িত্ব পালনকারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর মহাখালীস্থ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।