পাইকগাছা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০১৯-২০ অর্থ বছরে রবি-খরিপ-১ মৌসুমে পারিবারিক কৃষির আওতায় সবজি বাগান স্থাপনের লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক ও সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সরোয়ার, মোঃ মিজানুর রহমান, মিন্টু রায়, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, ডল্টন রায়, মফিজুর রহমান, আবুল কালাম আজাদ, কৃষক শ্যামাপদ মন্ডল, সবুর মোড়ল, শাহিদুর রহমান, সিদ্দিকুর রহমান ও শিউলী বেগম।