নড়াইলে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

নড়াইলে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।

তিনি জানান, জেলায় ৮জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ৮ চিকিৎসকসহ সুস্থ্ হয়েছেন ২৩ জন। এর মধ্যে মারা গেছেন ২জন।  তিনি বলেন, করোনায় নতুন আক্রান্তরা নিজ নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো।

নড়াইলে এ পর্যন্ত মোট ৯৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৯২১ টি রির্পোট পাওয়া গেছে। এছাড়া জেলায় ১ হাজার ৭৮৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৬৫ জন। আইসোলেশনে আছেন ৪৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন।

 

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top