খুলনায় ওএমএসের চাল আত্মসাতকারী সেই ডিলারের বিরুদ্ধে মামলা

খুলনার রূপসায় ৪ বছর ধরে ১৪ টি পরিবারের চাল আত্মসাৎ করেছেন খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার সরদার মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যাক্তি। যা জাতীয় নিরাপত্ত গোয়েন্দা (এনএসএই) সংস্থার তথ্যের ভিত্তিতে তদন্ত করে প্রমান পেয়ে তার ডিলারশীপ বাতিল করেছিল উপজেলা প্রশাসন। পরবর্তী তার নামে মামালা দায়ের করেছেন চাল না পাওয়া শেখ ফরিদুল ইসলাম নামের এক ব্যাক্তি।

সোমবার (১৫ জুন) বাদি হয়ে ওই ব্যক্তি রূপসা থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত মিজানুর রহমান উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি এলাকায় অত্যান্ত প্রভাবশালী ব্যক্তি।

মামলার এজহারে বলা হয়েছে, গত ৮ জুন শেখ ফরিদুল ইসলাম জানতে পেরেছেন রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির তালিকায় তার নাম রয়েছে। তবে বিগত চার বছর ধরে তিনি কোন চাল পাননি। এমনকি জানেনও না তার নামে কার্ড ইস্যু হয়েছিল। তাকে তা না জানিয়ে ২০১৬ সাল থেকে এ পর্যন্ত ৪ বছরে ১২৬০ কেজি চাল আত্মসাৎ করেছেন সরদার মিজানুর রহমান।

রূপসা উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরদার মিজানুর রহমান শ্রীফলতলা ইউনিয়নের প্রধানমন্ত্রী কর্তৃক ১০ টাকা মূল্যে বিতরণ করা খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলার। ২০১৬ সাল থেকে তিনি ১৪ টি পারিবারে চাল নিয়মিত আত্মসাৎ করে আসছেন। যে কারণে গত ১ জুন রূপসা উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি কমিটির সভায় তার ডিলারশীপ বাতিল করা হয়।

রূপসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, এঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ৬, তারিখ: ১৫/০৬/২০। মামলাটি সিআইডির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাদের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top