খুলনা মহানগরীর ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম কাজী বেলায়েত হোসেনের সহধর্মিণী, খুলনা মহানগর আওয়ামী লীগ নেতা কাজী জাহিদ হোসেন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাজী জাকির হোসেন এবং মহানগর যুবলীগের সদস্য কাজী কামাল হোসেনের মাতা আজ বুধবার (১৭ জুন) সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাাল্লাহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম কামাল হোসেন।
এক শোক বার্তায় কেন্দ্রীয় এই নেতা বলেন, সংগঠনের দুর্দিনে কাজি বেলায়েত হোসেনের অবদান অবিস্বরণীয়। তিনি দলের নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থেকেছেন। তার স্ত্রীরও অনেক অবদান রয়েছে।
মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।