ভারত-চীন সীমান্তে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষেরই একাধিক সেনার মৃত্যুর ঘটনায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। চলমান এই অবস্থায় সীমান্তে আর কোনো উত্তেজনা না বাড়াতে ভারতকে হুঁশিয়ার করে দিয়েছে চীন।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে, একপাক্ষিক কোনো ব্যবস্থা নেবেন না, অযথা উত্তেজনা বাড়াবেন না।
হিমালয় পর্বত অঞ্চলের বিতর্কিত লাদাখ সীমান্তে দুই পক্ষের সেনাদের সংঘাতে প্রায় ৫৩ বছর পর প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে সোমবার রাতে।
ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, লাদাখে ভারতীয় সেনাদের সঙ্গে চীনের সেনাবাহিনীর সংঘর্ষে এক ভারতীয় সেনা অফিসার ও দুই জওয়ান নিহত হয়েছে।
এদিকে চীন জানিয়েছে, সংঘর্ষে তাদের পাঁচজন সেনা মারা গেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝ্যাও লিজিয়ান বলেছেন, ভারতীয় সেনারা সোমবার অন্তত দু’বার সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশের পর চীনা কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। যে কারণে দু’পক্ষের সেনাদের গুরুতর শারীরিক সংঘাত হয়েছে।
তিনি বলেন, আমরা আবারো আন্তরিকভাবে অনুরোধ করছি ভারত যেন বর্তমান দৃষ্টিভঙ্গি বদল করে তাদের সম্মুখসারীর সেনাদের সংযত রাখে।
গত কয়েক সপ্তাহ ধরে হিমালয় অঞ্চলের গালওয়ান উপত্যকায় প্রতিবেশী এ দুই দেশের সেনারা পরস্পরের ভূখণ্ডে অনুপ্রবেশের পাল্টাপাল্টি অভিযোগ এনে মুখোমুখি অবস্থান নিয়েছে। উভয় দেশের সেনারা কিছুদিন আগেও একবার হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
লাদাখে মোতায়েনকৃত সেনা প্রত্যাহার করে নিতে গত ১০ দিন ধরে উভয় দেশের মধ্যে আলোচনা চললেও তাতে কোনও পক্ষই সাড়া দেয়নি।