অবশেষে পুলিশ বাহিনীতে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড মারা যাওয়ার পর ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রায় তিন সপ্তাহ ধরে ট্রাম্পের দেশে চলছে বিক্ষোভ। দেশটির প্রত্যেকটি শহর-অঙ্গরাজ্য ছাড়িয়ে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এরই মধ্যে আটলান্টায় পুলিশের গুলিতে রেশার্ড ব্রুকস নামের আরেক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে। ফলে কিছুতেই বিক্ষোভ থামানো যাচ্ছে না যুক্তরাষ্ট্রে।

কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় যখন টালমাটাল যুক্তরাষ্ট্র, তখনই দেশটির পুলিশ বিভাগে সংস্কার আনার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার অংশ হিসেবে মঙ্গলবার (১৬ জুন) এ সংক্রান্ত এক আদেশে সই করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, পুলিশে সংস্কার-বিষয়ক এক নির্বাহী আদেশ মঙ্গলবার সাক্ষর করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। একই সঙ্গে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে হোয়াইট হাউস।

তবে পুলিশ বিভাগের সংস্কারে কী কী পরিবর্তন আসছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এতে বলা হয়, এ বিষয়ে আলাদা আলাদা প্রস্তাব দেওয়ার জন্য কাজ করছেন ডেমোক্রেট ও রিপাবলিকানরা।

এ দিকে আটলান্টায় পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ রেশার্ড ব্রুকস নিহতের ঘটনাকে ‘ভয়ানক ও খুবই বিরক্তিকর’ ঘটনা বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অপর দিকে রেশার্ড ব্রুকসের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে ঘোষণা দিয়েছে ফুল্টন কাউন্টি মেডিকেল এক্সামিনারস অফিস। পিঠে দুটি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণ ও অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে প্রমাণিত হয়েছে।

গত রবিবার (১৪ জুন) ময়নাতদন্তকারী এক কর্মকর্তা জানান, ব্রুকসের মৃত্যুর প্রক্রিয়া পরিষ্কার হত্যাকাণ্ড।

ব্রুকস হত্যাকাণ্ডের জেরে পদত্যাগ করেছেন আটলান্টার পুলিশ প্রধান এরিকা শিল্ডস। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

এর আগে গত ৩১ মে ক্যালিফোর্নিয়ার ভিক্টরভাইলের সান বার্নারডিনো কাউন্টিতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ম্যালকম হার্শ নামে আফ্রিকান-আমেরিকান এক কৃষ্ণাঙ্গের মরদেহ।

শেরিফ ডিপার্টমেন্টের দাবি, ৩৮ বছর বয়সী এ ব্যক্তির মৃত্যুর ঘটনায় কোনো অস্বাভাবিকতার সম্ভাবনা দেখছে না তারা। তবে ম্যালকম পরিবারের দাবি, জনতার রোষ ঠেকাতে এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পারে প্রশাসন।

তার আগে গত ২৫ মে মিনিয়াপোলিসে পুলিশি নির্যাতনে প্রাণ হারান আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top