খুলনায় করোনার উপসর্গ নিয়ে রওশন মোল্লা (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে নগরীর ফুলবাড়িগেট এলাকার মৃত রহিম বক্স এর ছেলে।
খুমেক হাসপাতালের ফ্লু কর্নারের ফোকাল পার্সন (আরএমও) ডা. মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার (১৫ জুন) ওই ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান। তার নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে।