গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৫০ জন।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, সোমবার পিসিআর ল্যাবে ২৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এতে খুলনা নমুনা ছিল ১৬৯ টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ৬০ টি। যার মধ্যে খুলনার ৪২ টি, সাতক্ষীরার ৭ টি, বাগেরহাটের ৬ টি, যশোরের ১টি, নড়াইলের ১ টি, মাগুরার ১ টি, পিরোজপুরের ১ টি ও পঞ্চগড়ের ১ টি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, সোমবার দুপুর পর্যন্ত খুলনায় শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ছিল ৪০৮ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ৪২ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা হলো ৪৫০ জন।