খুলনায় জার্মান ডাক্তারদের সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ

খুলনা ডিঅইসির অধীনে হিজড়া ও এমএসডব্লিউ মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

লাইট হাউস কনসোর্টিয়াম- ও কেএমএসএস এর পরিচারনায়, জারমান ডক্টরস, ও আইসিডিডিআর,বি-এর সহয়তায় খুলনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রফিকুল ইসলাম –এর উপস্থিতে তিনি খাদ্য বিতরণ এর উদ্বোধন করেন।

এসময়ে আরও উপস্থিত ছিলেন মোঃ আবিদুল হক, সিনিয়র মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আইসিডিডিআর,বিস কেএমএসএস এর মোঃ নাছিমুল হক রনি,প্রোগ্রাম ডিরেকটর কেএমএসএস, মোঃ বজলুর রহমান, ডিআইসি ম্যানেজার খুলনা,মোঃ খন্দকার মোছাদ্দেক বারী, ফাইন্স এন্ডমিন অফিসার।

এ কর্মশালায় সার্বিক ভাবে সহযোগিতা করেন শুভ্র স্যান্নাল, মোঃ সোহানুর রহমান সবুজ, পিয়ার এডুকেটর এবং এ্যাসোসিয়েটগণ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top