খুলনার পাইকগাছায় ভাঙন কবলিত মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য নুরজাহান মোমেরিয়াল হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য উপকরণ ও বিভিন্ন প্রকার ঔষধ বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
গত বুধবার দুপুরে ২০/১ পোল্ডারের দেলুটির গেউয়াবুনিয়ায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনকবলিত বেঁড়িবাধ সংস্কারকালে এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাধ্যমে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডাঃ মোহাম্মদ কওসার আলী গাজী এসব উপকরণ বানভাসিদের মাঝে বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ।