ইমরানের সাহায্য প্রস্তাব ফিরিয়ে দিলো ভারত

করোনাভাইরাস পরিস্থিতিতে ভারতের দরিদ্রদের অ্যাকাউন্টে নগদ টাকা পাঠিয়ে সাহায্যের প্রস্তাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তাঁর সেই অর্থ নিতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। পাল্টা জবাব হিসাবে নয়াদিল্লি জানিয়ে দিল, পাকিস্তানের গোটা দেশের যা জিডিপি, তা ভারতের ‘করোনা রিলিফ প্যাকেজ’-এর সমান। ফলে পাকিস্তানের সাহায্যের কোনো দরকারই নেই ভারতের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রীর মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব একটি অনলাইন সাংবাদিক সম্মেলনে বলেন, ‘পাকিস্তান তাদের নিজেদের দেশের জনগণের অ্যাকাউন্টে নগদ দেয়ার চেয়ে দেশের বাইরের ব্যাংক অ্যাকাউন্টে নগদ টাকা স্থানান্তরের জন্যে পরিচিত। ইমরান খানের উপদেষ্টাদের এ বিষয়ে আরো জানতে হবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের ঋণ সমস্যা এবং ঋণ পুনর্গঠনের জন্য তারা কতটা চাপের মধ্যে রয়েছে, সে সম্পর্কে আমরা সবাই জানি। এটা ওদের জেনে রাখা উচিত হবে যে আমাদের অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজ পাকিস্তানের জিডিপির সমান।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত মাসেই করোনা মহামারীর বিরূপ প্রভাব থেকে দেশের ক্ষতিগ্রস্থ এলাকাগুলো মোকাবেলায় ২০ লাখ কোটি টাকার অর্থনৈতিক উদ্দীপনা প্যাকেজের ঘোষণা করেন।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবার সংবাদমাধ্যমের একটি খবরের লিঙ্ক শেয়ার করে টুইট করেন। সেখানে তিনি ওই খবরকে ইঙ্গিত করেই পরপর টুইট করে লেখেন, ‘৮৪ শতাংশ ভারতীয় পরিবারের মাসিক আয় কমে এসেছে লকডাউনের পর থেকে। ৩৪ শতাংশ ভারতীয় পরিবার এক সপ্তাহের বেশি খরচ চালাতে পারবে না, বাইরের কোনো রকম সাহায্য ছাড়া। আমি সেই সাহায্যের প্রস্তাব দিচ্ছি। আমাদের ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সেই সাহায্য নিক ভারত। পাকিস্তানের সরকার ৯ সপ্তাহে ১০ মিলিয়ন পরিবারকে স্বচ্ছতার সঙ্গে অর্থ দান করেছে।’ সূত্র- দ্য ওয়াল।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top