গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষার খবরটি ভুয়া

গণস্বাস্থ্য কেন্দ্রের তৈরি কিটে দেশের বিভিন্ন জায়গায় করোনাভাইরাসের পরীক্ষা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে তা অসত্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গণস্বাস্থ্যের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে গণস্বাস্থ্য কেন্দ্র ‘জি আর কোভিড-১৯ ডট ব্লট টেস্ট’ কিট তৈরি করে।

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার বলেছেন, ‘আমাদের কিট এখন পর্যন্ত সরকারের অনুমোদন পায়নি, কোনো বিপণন হয়নি এবং কোনো প্রতিষ্ঠানকে করোনায় পরীক্ষার জন্য দেয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনা পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। এ সংক্রান্ত কোনো প্রকার কিট পরীক্ষার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কেউ যদি এই ধরনের কোনো তথ্য কোথাও পান, অনুগ্রহ করে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা বা স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করছি।’

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনার অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বঙ্গুবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পাঠানো হয়। এই সপ্তাহে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ফলাফল জমা দেওয়ার কথা ছিল। কিন্তু এখনও পরীক্ষার কাজ সম্পূর্ণ শেষ করতে পারেনি বিএসএমএমইউ কর্তৃপক্ষ। প্রতিবেদন আগামী সোমবার বা মঙ্গলবার জমা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top