অধ্যক্ষ হারুন আর রশিদের মাগফিরত কামনায় দোয়া মাহফিল

সুন্দরবন সরকারি আদর্শ মহাবিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এইচ হারুন আর রশিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা, খুলনা ও চট্টগ্রামে মসজিদে তার স্বজনরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

প্রয়াত অধ্যক্ষ হারুন আর রশিদ ৭ জুন (রোববার) বিকাল ৩টায় ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা গ্রামে ১৯৪৫ সালের ৩০ জুন  সম্ভ্রান্ত হাওলাদার পরিবারে জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী বেগম রোকেয়া শামসুন নাহার, এক মেয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড আয়শা আখতার, জামাই একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড জি এম সাদিকুল ইসলাম, দুই ছেলে মামুন আর রশিদ ও আরাফাত রশিদ সহ অসংখ্য গুনগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন।

তিনি বাগেরহাটের পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারী পি. সি. কলজে হতে এইচএসসি সমাপ্ত করে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সাফল্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মার্ষ্টাস শেষ করে, ইসলামাবাদ হতে এম ফিল ডিগ্রী অর্জন করে সরকারী কর্মকমিশনের মাধ্যমে ১৯৭১ সালে খুলনার ঐতিহ্যবাহী ব্রজলাল (সরকারি বি. এল.) কলেজে শিক্ষকতায় যোগদান করেন। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি পরবর্তীতে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও বরিশাল বি. এম. কলেজ এ শিক্ষকতা করেন। পরবর্তীতে সাতক্ষীরার তালা সরকারি কলেজের উপাধ্যক্ষ্য, ঢাকা কলেজ এর পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এবং সর্বশেষ খুলনার সুন্দরবন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহন করেন। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালীন সময়ে ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাবে ভুষিত হন। অবসর গ্রহনের পর তিনি ২০১০ সালে হজ্জব্রত পালন করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top