দেশে ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৪৬ মৃত্যু, শনাক্ত ৩৪৭১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরো ৩ হাজার ৪৭১ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন আরো ৪৬ জন। এটি দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ভাইরাসটিতে মোট এক হাজার ৯৫ জনের মৃত্যু হলো। আর করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১ হাজার ৫২৩ জনে।

শুক্রবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত একদিনে সুস্থ হয়েছেন ৫০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ২৪৯ জন।

এর আগে দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৪৫ জন, ৯ জুন। সর্বোচ্চ শনাক্তের রেকর্ডটি হয়েছিল ১০ জুন, ৩ হাজার ১৯০ জন।

বুলেটিনে বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা চার লাখ ২৩ হাজার ৮৪৪ জন। আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৯৭ হাজারের বেশি লোক। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৮ লাখ ৪১ হাজার ৩৮২ জন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top