পাইকগাছায় সুপেয় পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, সুপেয় পানি সংরক্ষনে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত জলাধার (ট্যাংক) বিতরণ একটি মাইল ফলক উদাহরণ হয়ে থাকবে।

তিনি গত রবিবার বিকেল ৩টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে জলাধার বিতরণকালে এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না, আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম ও আ’লীগ যুবলীগ-ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সংশ্লিষ্ঠরা জানিয়েছেন আর্সেনিক ঝুঁকি নিরশন প্রকল্পের ৬৪ টি ও কে,ভি এস প্রকল্প থেকে ৩ হাজার লিটারের ১০০ টি মোট- ১৬৪টি জলাধার বিতরণ করা হয়েছে। একই সভায় সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, উপ-প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top