ডেস্ক রিপোর্ট : উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন শাররি সাময়ি, ওয়া শাররি বাসারি, ওয়া শাররি লিসানি, ওয়া শাররি ক্বলবি, ওয়া শাররি মানিয়্যি।
অর্থ : হে আল্লাহ, আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর এবং বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।
আরও পড়ুন : হজের ফরজ ও ওয়াজিব বিধান
উপকার : শাকাল ইবনে হুমায়দ (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.) -এর কাছে এসে বললাম, হে আল্লাহর রাসুল, আমাকে এমন এক আশ্রয় প্রার্থনার দোয়া শিক্ষা দিন, আমি যা দ্বারা আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে পারি। তখন তিনি আমার হাত ধরে বলেন, তুমি বলো, হে আল্লাহ, আমি আমার কান, চক্ষু, জিহ্বা, অন্তর ও বীর্যের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।বর্ণনাকারী বলেন, আমি তা মুখস্থ করে নিয়েছি।(নাসায়ি, হাদিস : ৫৪৪৪)
ফেসবুকের সাথে কমেন্ট করুন