বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত্যু প্রায় ৫ হাজার, শনাক্ত লাখেরও বেশি

করোনাভাইরাসের তাণ্ডব দিন দিন বাড়ছেই। গত এক সপ্তাহের মতো আজও বিশ্বজুড়ে এক লাখেরও বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত ৭৩ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার প্রায় চার হাজার ৮০০ জনের প্রাণ গেল করোনাভাইরাসে। এতে মোট প্রাণহানি চার লাখ ১৩ হাজার ছাড়িয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৩৬ লাখ ২ হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

মঙ্গলবার সর্বোচ্চ মৃত্যু দেখেছে ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ১২শ’র মতো মানুষ। এছাড়া ব্রাজিলে একদিনে রেকর্ড ৩২ হাজার ৯১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৫০৩ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের। দেশটিতে মৃতের সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত সাড়ে ২০ লাখ। ৬শ’ প্রাণহানি হয়েছে মহামারির আরেক নতুন হটস্পট মেক্সিকোতে। মোট মৃত্যু ১৪ হাজারের বেশি।

করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। ইউরোপে করোনাভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে এলেও গত দু’মাসে ৭৫ শতাংশ মৃত্যুই হয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ এশিয়ায়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top