রূপসা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার এম এ আজিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ সভা বুধবার বেলা ১১ টায় রূপসা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতা। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন সহসভাপতি খাঁন মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ভোলানাথ রায়, সহ-সম্পাদক হোসাইন আহম্মেদ, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, নির্বাহী সদস্য এম ডি অলিদ শেখ,আখতার খান প্রমূখ। সভায় নেতৃবৃন্দ আজিমের ওপর হামলার ঘটনায় তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। যা দেখে ভবিষ্যতে যেনো আর কোনো সন্ত্রাসী কোনো সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়।