খুলনার কয়রায় স্ত্রী কর্তৃক স্বামীকে হয়রানীর অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মহারাজপুর গ্রামের আঃ হাকিম মল্লিকের পুত্র শাহাবুদ্দিন সুমন।
মঙ্গলবার (০৯ জুন) বেলা ১১ টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, আমি পারিবারিক ভাবে সাতক্ষীরা শহরের শেখ মোহাম্মদ আলীর কন্যা মরিয়ম সুলতানা মিতুকে ২০১৪ সালে বিবাহ কর। আমরা অতি শান্তিতে সংসার করার পাশাপাশি দীর্ঘদিন কর্মসংস্থানের জন্য ঢাকাতে বসবাস করে আসছি। বেশ কিছু দিন আগে দেশের মহামারি করোনা ভাইরাসের কারণে নিজ বাড়ি ফিরে এসে ব্যবসায়ের কাজে নিয়জিত আছি।
বাড়িতে থাকার সুবাধে আমার স্ত্রী আমার পিত-মাতাকে দেখতে পারবেনা বলে অভিযোাগ জানায়। আমি তাতে বাঁধ করলে সেদিন থেকে আমার স্ত্রী আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। সম্প্রতি আমার স্ত্রী অসুস্থ হলে কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার কয়েক দিন পর সে তার পিতার বাড়িতে বেড়াতে যায়।
সেখানে গিয়ে আমার বিরুদ্ধে তাকে ফিনিস (পোকামাকোড় মারার ওষুধ) খাওয়ায় হত্যা করার চেষ্টার অভিযোগ এনেছে। পাশপাশি যৌতুক চাওয়ায় না দেওয়ায় তাকে নির্যাতন চালানো হচ্ছে বলে একটি পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে। আমার এলাকায় কোন মানুষ কোন দিনও বলতে পারবেনা আমি আমার স্ত্রীকে নির্যাতন করেছি। সে আমার সংসার না করার ফন্দি এটে আমাকে হয়রানী করার জন্য এমন মিথ্যা অভিযোগ করছে। এমনকি আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে জানতে পারলাম।
এসময়ে তিনি স্ত্রী কর্তৃক অহেতুক হয়রানী থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।