নড়াইলে পুলিশ-ব্যাংকারসহ আরো ১৬ জনের করোনা শনাক্ত

নড়াইলে একদিনে সর্বোচ্ছ ১৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের ১১ জন ও এক ব্যাংকারসহ ১৬জনের করোনার রিপোর্ট পজেটিভ বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে নড়াইলের হাইওয়ে পুলিশের দুই এসআইসহ পুলিশের ১১ সদস্যকে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, নড়াইল শাখার কর্মকর্তা মঈনুদ্দীন আলীকে নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত অপর ৪জন লোহাগড়া উপজেলার গোন্ডব গ্রামের রবিউল, শুলটিয়া গ্রামের মোঃ জাকির হোসেন, পাঁচুড়িয়া গ্রামের সৈয়দ মুজিবুর রহমান ও গোপিনাথপুর গ্রামের সেলিনা আলমকে নিজেদের বাড়ীতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। শনাক্ত ৪জনই ঢাকা থেকে বাড়ীতে বেড়াতে আসেন।

এ নিয়ে জেলায় সর্বমোট ৪৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৮চিকিৎসকসহ ১৮জন ইতিমধ্যে সুস্থ্য হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top