খুলনার দাকোপে বাজুয়া এসএন কলেজের মাঠে গরু চরানোর জেরে নীল উৎপল (২৮) নামের এক যুবকে পেটে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এঘটনায় হত্যাকারী ইমোন হোসেন (১৯) কে গণধোলায় দিয়ে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। পরে হাসপাতালে ইমোনেরও মৃত্যু হয়।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৮ টার দিকে বজুয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত নীল উৎপল ওই গ্রামের সুকুমারের ছেলে। হত্যাকারী ইমোন হোসেন তার প্রতিবেশি। ইমোনের বাবার নাম বাদল হোসেন।
দাকোপ থানার ওসি শফিকুল ইসলাম চৌধুরী বলেন, নিহত নীল উৎপলের বাবা বাজুয়া এসএম কলেজের লাইব্রেরিয়ান। গত কাল বিকেলে হত্যাকারী ইমোনের বাবা ওই কলেজের মাঠে গরু চারাছিল। এসময়ে উৎপলের বাবা তাকে বকাবকি করেছিল। বলেছিল মাঠে গরু চরালে মল ত্যাগ করে, মাঠ নষ্ট হয় ইত্যাদি। আজ সকালে বিচারের জন্য একটা বসাবসির কথা ছিল। তবে সেটা হয়নি। কিছুক্ষণ পরে ইমোন একটি চাকু নিয়ে এসে উৎপলের পেটে আঘাত করে। পরে উৎপলকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় হত্যাকারী ইমোনকে এলাকাবাসী গণপিটুনী দিয়েছে।
দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ সাইফুল ইসলাম বেলা ১১ টার দিকে ইমনকে মৃত ঘোষণা করেছেন।