খুলনায় স্বাস্থ্যবিধি লংঘন ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় করাসহ ১৬ টি মামলায় ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৯ জুন) খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনায় মহানগরী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল এবং মোঃ রাকিবুল হাসান।
তারা জানান, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা, সরকার ঘোষিত সময়ের পরও দোকান, বিপণি-বিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হচ্ছে কিনা এবং করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে যানবাহন চলাচলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ভাড়ার অধিক ভাড়া আদায় করা হচ্ছে কিনা তা তদারকি করতে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করা, সরকার নির্দেশিত সময়ের পরেও দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং অতিরিক্ত বাসভাড়া আদায় করার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪(১) ধারায়, দণ্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২(১) ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পুলিশ ও র্যাবের সদস্যবৃন্দ।