সাতক্ষীরা জেলায় তালা উপজেলার খেশরা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম মোড়লের (৪০) নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের মোহর আলী মোড়লের ছেলে শালিখা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম মোড়ল ঢাকা থেকে এসে অসুস্থ্য হয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সর্দি-কাঁসির উপসর্গ থাকায় সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিল। মঙ্গলবার সকালে তার নমুনার রির্পোট পজেটিভ এসেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল জানান, খবর পাওয়ার সাথে সাথে থানার কুইক রেসিডেন্স টিম ওই শিক্ষকের বাড়িসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ নিয়ে তালা উপজেলা মোট ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে একজন সুস্থ হয়েছেন।