খুলনায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির নামে প্রতারণা, টাকা উদ্ধার করল পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিকরে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে নেওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করে দিয়েছে খুলনার খানজাহান আলী থানা পুলিশ।

পুলিশ জানায়, নগরীর ফুলবাড়ীগেট জনতা মার্কেটের মালিক মৃত আইয়ুব আলীর ছেলে বাচ্চু শেখের মেয়েকে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দিবে বলে গত রমাজানের প্রথম সপ্তাহে মোবাইলে রং নাম্বারের পরিচয়ের সুত্র ধরে টাঙ্গাইলের এক ব্যক্তি ৫০ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে মোবাইলে যোগাযোগ বন্দ করে দেয়। ভুক্তভোগী বাচ্চু শেখ এ ব্যাপরে খানজাহান আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে কেএমপি দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিত ইবনে আকবার ও খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে এস আই লুৎফুল হায়দার, এ এস আই তরিকুল ইসলাম আত্যধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রতারণাকারী চক্রের মূল হোতাকে শনাক্ত করে। এরপর রবিবার (০৭) প্রতারক চক্রের কাছ থেকে টাকা উদ্ধার করে এবং রাত ৯ টায় ভুক্তভোগী বাচ্চু শেখের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন খানজাহান আলী থানা পুলিশ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top