খুলনার হেরাজ মার্কেটে বেশি দামে হেক্সিসল বিক্রি করায় দুটি ওষুধের দোকানে জরিমানা করা হয়েছে।
সোমবার (০৮ জুন) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
তিনি জানান, করোনা মহামারীতে হেক্সিসলসহ বিভিন্ন জীবানু নাশক ও পরিষ্কারক কেমিক্যালের উচ্চ চাহিদার প্রেক্ষিতে অসাধু ব্যবসায়ীগণ এসব পন্য অতিরিক্ত দামে বিক্রয় করছে কিনা তা তদারকি করতে হেরাজ মার্কেটে অভিযান চালানো হয়। এসময় অতিরিক্ত দামে (১৩০ টাকার প্রতি বোতল ২১০ টাকায় অর্থাৎ ৮০ টাকা অধিক মূল্যে) হেক্সিসল বিক্রয় করার দায়ে এবং পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও দোকানে হেক্সিসল নাই বলে ক্রেতাসাধারণকে প্রতারণা করায় দুই ওষুধের দোকানীকে অর্থদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় এবং ৪৪ ধারায় এই জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন খুলনা সদর থানা পুলিশ।