খুলনার রূপসায় র্যাব অভিযান চালিয়ে ৩০ মন পুশকৃত চিংড়িসহ একজনকে আটক করেছে। পরে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক ব্যাক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে উদ্ধারকৃত চিংড়ি মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
সূত্র জানায়, সোমবার (৮জুন) দুপুরে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা থেকে হাফিজুর রহমান নামের এক ব্যবসায়ী পুশকৃত চিংড়ি মাছ বিক্রী করার জন্য রূপসাস্থ একটি মাছ কোম্পানীতে আসেন। বিষয়টি জানতে পেরে র্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে ব্যবসায়ী হাফিজুরকে পুশকৃত ৩০ মন চিংড়ি মাছসহ আটক করে। যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা। পরবর্তীতে রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার বাপী কুমার দাস।