খুলনা বিভাগে করোনায় মৃত্যুর হার ১.৬৬ শতাংশ

আওয়াল শেখ : খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪২ জন। এর মধ্যে মারা গেছেন ১৪ জন, পুরোপুরি সুস্থ হয়েছেন ৩৩৫ জন ও চিকিৎসাধীন ৪৯৩ জন। যার শতকরা হিসেবে মৃত্যুর হার ১.৬৬ শতাংশ।

সোমবার (০৮ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এ সব তথ্য জানা গেছে।

বিভাগের ১০ জেলার মধ্যে আক্রান্ত ও মৃতের শীর্ষে রয়েছে খুলনা। খুলনা জেলায় এ পর্যন্ত ২০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৪ জন ও পুরোপুরি সুস্থ হয়েছেন ৪০ জন।

এছাড়াও বাগেরহাটে আক্রান্ত হয়েছেন ৪৩ জন, সুস্থ হয়েছেন ৯ জন ও মারা গেছেন ২ জন। সাতক্ষীরায় আক্রান্ত হয়েছেন ৫৩জন, সুস্থ হয়েছেন ১জন, তবে কেউ মারা যায়নি। যশোরে আক্রান্ত হয়েছেন ১৪২ জন, সুস্থ হয়েছেন ৯৬জন ও মারা গেছেন ১জন। ঝিনাইদহে আক্রান্ত হয়েছেন ৬০ জন, সুস্থ হয়েছেন ৩৮ জন, তবে কেউ মারা যায়নি। মাগুরায় আক্রান্ত হয়েছেন ৪০জন, সুস্থ হয়েছেন ১৮ জন ও মারা গেছেন ২ জন। নড়াইলে আক্রান্ত হয়েছেন ৩১ জন, সুস্থ হয়েছেন ১৮ জন ও মারা গেছেন ২ জন। কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ১২০জন, সুস্থ হয়েছেন ৩১জন, তবে কেউ মারা যায়নি। চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন, সুস্থ হয়েছেন ৭৮ জন ও মারা গেছেন ১ জন। মেহেরপুরে আক্রান্ত হয়েছেন ২৯ জন, সুস্থ হয়েছেন ৬জন ও মারা গেছেন ২ জন।

খুলনা বিভাগের ১০ জেলার মানুষের করোনার পরীক্ষার জন্য তিনটি পিসিআর ল্যাব দায়িত্বে রয়েছে। এগুলো হলো, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাব। বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১৯ মার্চ চুয়াডাঙ্গা জেলায়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা এসব তথ্য দিয়ে বলেন, খুলনা বিভাগের প্রত্যেক জেলায় করোনায় মোকাবিলায় কমিটি গঠন করা হয়েছে। আক্রান্তদের উপসর্গের মাত্রা কম থাকলে তাদেরকে বাড়িতে চিকিৎসা করা হচ্ছে। আর উপসর্গ বেশি হলে হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। যারা সুস্থ্য হয়ে বাড়ী ফিরছেন তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top