গত ২৪ ঘন্টায় খুলনায় শ্বাসকষ্ট নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) সকাল ৭টা থেকে সোমবার (৮জুন) সকালের মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে (ফ্লু কর্ণার) তাদের মৃত্যু হয়।
খুমেকের ফ্লু কর্ণারের ফোকাল পার্সন (আরএমও) ডাঃ মিজানুর রহমান জানান, খুলনা মহানগরীর রায়ের মহল এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৬৫) রোববার সকাল ৯টা ৪০ মিনিটে করোনা সন্দেহে ওয়ার্ডে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ফ্লু কর্ণারে নেওয়া হয়। সেখানে তিনি সোমবার ভোর ৫টা ৩৫ মিনিটে মারা যান।
এর আগে মহানগরীর দৌলতপুর এলাকার রাজিব হোসেনের মেয়ে মিম (১২) রোববার রাত ১১টার দিকে জ্বর কাশি নিয়ে ভর্তি হয় । রাত ১১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
এর আগে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার শুশান্ত মণ্ডলের ছেলে রিপন (২২) ২ দিন ধরে জ্বর কাশি নিয়ে ফ্লু কর্ণারে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১ টা ৫৫ মিনিটে মারা যান।
এর আগে যশোরের কেশবপুর উপজেলার শ্রীরামপুর উপজেলার মোসলেম দফাদরের ছেলে মোঃ আলম (৩০) দুপুর ৩ টার দিকে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে নড়াইল জেলার হাটবাড়িয়ার আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া (৬৫) সকাল ১১টায় শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বদরুল আলমের স্ত্রী কামরুন্নাহার (৪৫) সকাল ৭টায় শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ডাঃ মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তিরা করোনা আক্রান্ত ছিলেন কি-না তা পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।