বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছে। গত ৭ জুন (রোববার) রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের রাজাপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই রাতে আহত ব্যবসায়ী নাজমুল ইসলাম সবুজ (৩২) কে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সবুজ বলেন, ৭জুন সন্ধ্যায় আমার ছোট ভাই মুন্না ও সাকিবের সাথে স্থানীয় আওয়ামীলীগ নেতা শহীদ হোসেন মুন্সির ছেলে জয়ের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির সৃষ্টি হয়। পরে আপোষ মিমাংসা করা হয়। কিন্তু রাত অনুমান ৯টার দিকে আমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাবার সময় শহীদ মুন্সীর নেতৃত্বে স্থানীয় বাসিন্দা ও আমড়াগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্স, বাবু জোমাদ্দার সহ জয় মুন্সি লাঠি-সোটা নিয়ে আমার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে আমার ডাক চিৎকারে বাজার ব্যসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়ে।
এ ব্যাপারে রাজাপুর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ কবির তালুকদার বলেন, বিষয়টি নিয়ে বাজার ব্যাবসায়ী কমিটি বসার সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে মোঃ শহীদ হোসেন মুন্সী বলেন, ওই ব্যবসায়ী সহ তার ভাইয়েরা মিলে আমার ছেলেকে মারপিট করেছেন। বিষয়টি আমি জানতে চাইলে আমাকে ফাঁসাতে নুতন নাটকের সৃষ্টি করছেন।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ এস.কে আব্দুল্লাহ আল সাঈদ জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, আহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।