ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কয়রা উপজেলা পরিষদের হল রুমে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও জনপ্রতিনিধিদের সাথে গোবরা, ঘাটাখালি,হরিণখোলা, গাজি পাড়া, রত্নাঘেরি, কাশির হাট খোলা, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ঝুঁকিপূর্ণ সকল বেড়িবাঁধ মেরামত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কয়রা থানা ওসি( তদন্ত) শাহাদাৎ হোসেন, ইউপি চেয়ারম্যান কবি শামছুর রহমান, এইচ এম হুমায়ুন কবির, সরদার নূরুল ইসলাম কোম্পানী, আব্দুল্লাহ আল মামুন লাভলু, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উত্তর বেদকাশী ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক আফি আজাদ বান্টি, ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, যুবলীগ নেতা আছাফুর রহমান প্রমুখ ।