খুলনা মহানগরীর ৪নং ওয়ার্ডের সুরমা সিডিসি ক্লাষ্টার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় করোনা পরিস্থতিতে সাধারণ মানুষের হাত ধোয়ার জন্য বরাদ্দকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে।
ওই ওয়ার্ডে ১২ টি সিডিসির ২৪ টি পয়েন্টে ২৪ টি হাত ধোয়ার ড্রাম প্রকল্প বরাদ্ধ হয় এবং প্রত্যেক সিডিসি ২টি পয়েন্টে হাত ধোয়ার সাবান ১৮৫টি করে দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে প্রত্যেক সিডিসিকে ৪০টি করে সাবান দেওয়া হয়েছে। এভাবে ১২ টি সিডিসির ১৪৫টি করে মোট ১৭৪০টি সাবান আত্মসাৎ করার অভিযোগ করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে সিডিসির সদস্যরা বলেন, একটা মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ৪ নং ওয়ার্ডে সাবান বিতরণে কোন প্রকার অনিয়ম হয়নি।