বাগেরহাটের শরণখোলায় শিক্ষকসহ আরো দু’জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রন্তের একজন ঢাকা থেকে আগত।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানায়, গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ তাফালবাড়ী গ্রামের মৃত আঃ ছত্তার সরদারের স্ত্রী সাজেদা বেগম (৭৫) ঢাকা থেকে শরণখোলায় আসে এবং ওই রাতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের পিছনে আর.কে.ডি.এস পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তারের বাসায় রাত্রি যাপন করে। পরে তাদের মধ্যে সন্দেহ হলে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের নমুনা সংগ্রহ করে খুলনায় প্রেরণ করে। এতে ওই দু’জনের করোনা পজেটিভ হয়। ফলে এ নিয়ে শরণখোলা করোনা আক্রান্তে সংখ্যা ১০।
এ ঘটনায় শরণখোলা থানা পুলিশ ওই বাড়ী দু’টি লকডাউন করেন।