গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ২৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে খুলনায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮১ জন।
শনিবার (০৬ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও খুলনা সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।
খুমেকের উপাধ্যাক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, আজ খুমেকের পিসিআর ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ১৬৭ টি। মোট পজিটিভ রিপোর্ট এসেছে ২৯টি। পজিটিভ রিপোর্টগুলোর মধ্যে রয়েছে খুলনার ২৮ টি ও বাগেরহাটের ১টি।
খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ১৫৩ টি। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে মোট রোগীর সংখ্যা দাড়ালো ১৮১ জন।