খুলনার উপকূলীয় এলাকা কয়রা উপজেলা লবণ প্রবন এলাকা হওয়ায় সুপেয় খাবার পানির খুবই সংকট। এই সংকটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এখনই সময় বৃষ্টির পানি ধরে রাখা। জলবায়ু পরিবর্তন ও দূর্যোগের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন জীবিকার মানোন্নয়নে ও আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে খুলনার কয়রায় জলাধার (পানির ট্যাংকি) বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত ১০০ পরিবারের মাঝে ৩০০০ লিটারের জলাধার (ট্যাংকি) ও ১০০ পরিবারের মাঝে হাইজিন কিট বক্স, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসেবে আওয়ামী লীগ সরকার দেশের আপামর জনসাধারণের জীবনমান উন্নয়নে প্রত্যেকটি খাতে যেমন বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, আইসিটিসহ প্রতিটি খাতে যথাযথ কর্মপরিকল্পনার মাধ্যমে উন্নয়নকে গতিশীল করছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব পৃথিবীর অন্যান্য বড় বড় দেশের সঙ্গে তাল মিলিয়ে সব ক্ষেতে বাংলাদেশ নিজেদের যোগ্যতার জানান দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তার বলিষ্ঠ নেতৃত্ব আমাদের ছোট্ট এই দেশকে পৃথিবীর বুকে বার বার করেছে সম্মানিত।
উপজেলা নির্বাহী অফিসার শিমুল সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা থানা ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার প্রশান্ত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম, যুবলীগ নেতা আছাফুর রহমান প্রমুখ।