বাগেরহাটের চিতলমারীতে যুগপযোগী হোমিও চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে প্রথম নারী হোমিও চিকিৎসক দ্বারা সেবাদানের লক্ষে মজুমদার হোমিও হলের যাত্রা শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ৩ টায় চিতলমারী সদর বাজারের সরকারি এস, এম, মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে এ হোমিও চেম্বারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর থেকে এ চেম্বারটি সাধারণ রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত সকল খোলা থাকবে। এ হোমিও চেম্বারে বিশেষ করে নারী রোগীদের সকল প্রকার জটিল ও পুরাতন রোগসহ সব ধরণে রোগীদের চিকিৎসা সেবা প্রধান করবেন নারী হোমিও চিকিৎসক বিথী রানী দাস।
এছাড়াও এ হোমিও হলে সকল প্রকার হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।