চিতলমারীতে যুগপযোগী চিকিৎসা নিয়ে মজুমদার হোমিও হলের যাত্রা শুরু

বাগেরহাটের চিতলমারীতে যুগপযোগী হোমিও চিকিৎসার প্রতিশ্রুতি নিয়ে প্রথম নারী হোমিও চিকিৎসক দ্বারা সেবাদানের লক্ষে মজুমদার হোমিও হলের যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ৩ টায় চিতলমারী সদর বাজারের সরকারি এস, এম, মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটে এ হোমিও চেম্বারের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর থেকে এ চেম্বারটি সাধারণ রোগীদের জন্য প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৮ পর্যন্ত সকল খোলা থাকবে। এ হোমিও চেম্বারে বিশেষ করে নারী রোগীদের সকল প্রকার জটিল ও পুরাতন রোগসহ সব ধরণে রোগীদের চিকিৎসা সেবা প্রধান করবেন নারী হোমিও চিকিৎসক বিথী রানী দাস।

এছাড়াও এ হোমিও হলে সকল প্রকার হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top