খুলনার পাইকগাছায় সাংবাদিকের পর এবার পুলিশের মধ্যে কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।
পুলিশে কর্মরত পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের রমজান গাজী (৫১) নামে এক ব্যক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেয়। পরে হাসপাতালের করোনা ইউনিটের পিসিআর ল্যাবে তার কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার জানান, এ নিয়ে এলাকায় ২ জন করোনা রোগী শনাক্ত হলো। যদিও রমজান গাজী খুমেক হাসপাতালে নমুনা দেয়। এর আগে ১ জুন কপিলমুনির সাংবাদিক তপন পাল প্রথম করোনা রোগী হিসেবে শনাক্ত হয়।
সম্প্রতি যেভাবে করোনা ছড়িয়ে পড়ছে তাতে আগামীতে ভয়াবহ রুপ নিতে পারে এমন আশংকায় স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজন ছাড়াই নিজ নিজ বাড়ীতে জনসাধারণকে অবস্থান করার জন্য আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।