খুলনার পাইকগাছায় হনুমানের কামড়ে শেখ মুজাহিদ (২৭) নামে এক প্রতিবন্ধি যুবক আহত হয়েছেন। আহত যুবককে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
এলাকার ইব্রাহিম গাজী জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দেবদুয়ার গ্রামের শেখ আমির হোসেনের প্রতিবন্ধি ছেলে শেখ মুজাহিদ ফুলতলা বাজারের পাশে দাঁড়িয়ে ছিলো। এসময় হঠাৎ একটি হনুমান লাফাতে লাফাতে এসে শেখ মুজাহিদের বাম কানে কামড় দেয়।
এসময় সবাই হনুমানের ভয়ে আতংকিত হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন মুজাহিদকে উদ্ধারকে করে কাটাখালী বাজারের স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসার ব্যবস্থা করে।