দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ২৪২৩, মৃত্যু ৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো দুই হাজার ৪২৩ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫৭ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মারা গেছেন আরো ৩৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৭৮১ জন।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে ১২ হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৪২৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫ জন। এদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮১ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১২ হাজার ১৬১ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ২৫৬। এছাড়া আক্রান্ত হয়েছেন ৬৫ লাখ ৮৬ হাজার ১৪৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩১ লাখ ৮১ হাজার ৩২৬ জন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top