পাইকগাছার বিভিন্ন এতিমখানায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউএনও জুলিয়া সুকায়না ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান বিভিন্ন এতিমখানার সভাপতির নিকট অনুদানের চেক বিতরণ করেন।
করোনার কারণে এলাকার ১৩টি এতিমখানার প্রত্যেকটির অনুকূলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ও পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।