পাইকগাছায় সরল দীঘির পাড় স্কুলের শহীদ মিনার নির্মাণ কাজ শুরু

খুলনার পাইকগাছা পৌরসভার ১৪০ নং সরল দীঘির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না।

তিনি বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী প্রকৌশলী বি.এম. ফরিদুজ্জামান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মণ্ডল, মোঃ আব্দুল গফ্ফার মোড়ল, শিক্ষক ফাতেমা খাতুন, আব্দুস সালাম ও ফারজানা নাজনীন শিল্পী।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে অত্র বিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে শহীদ মিনার নির্মাণ করা হচ্ছে। এ লক্ষে অত্র বিদ্যালয়ের অনুকূলে উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ৪৫ হাজার টাকার আর্থিক বরাদ্দ প্রদান করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top