ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনার কয়রা উপজেলার ভাঙ্গা বেড়িবাঁধ মেরামত বিষয়ক এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে এ সভায় গাজীপাড়া, হাজত খালী, রত্না ঘেরী, কাশির হাট খোলা এলাকার বেড়িবাঁধ মেরামত বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিএম মোহাসিন রেজা, অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা, উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি, জেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উত্তর বেদকাশী ইউনিয়নের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ সম্পাদক আফি আজাদ বান্টি, ভাইস প্রিন্সিপাল নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম।
সভায় শেখ লুৎফর রহমানকে অহ্বায়ক ও ডাক্তার একেএম ফজলুল হককে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সরদার মতিয়ার রহমান, মাস্টার নুর কামাল, শওকত হোসেন মোড়ল, আবু ঈসা গাজী সরদার, শফিকুল ইসলাম, শেখ সিরাজুল ইসলাম ও বাবু জ্যোতিষ চন্দ্র মন্ডল।